LOREM IPSUM DOLOR

গল্প ও চিত্রনাট্যকার
Story and Screenplay

ছোটবেলা থেকেই গল্প শুনতে, বুনতে আর বলতে ভালো লাগে। নানান স্বাদের গল্প বা গল্পের মধ্যে ভিন্ন স্বাদের মিশ্রনে অনুভুতিগুলোকে অনুভূত করে তুলতে ভালোলাগে। এই ভাবে এক এক করে বহু গল্প জন্ম নিয়েছে বা রুপদান পেয়েছে। এই সমস্ত গল্পগুলোতে কল্পনা সমূহদের বাস্তবায়িত করার উপলক্ষে যুক্তি রয়েছে। এর মধ্যে র‍্যেছ আনন্দ, দুঃখ, উষ্ণতা, শীতলতা, ভালোবাসা, হিংসা, ঘৃণা, প্রতিশোধ এবং শান্তি প্রাপ্তি।

এই গল্পগুলোর মধ্যে কিছু গল্পের চিত্রানাট্য হয়ে র‍্যেছ চলচিত্র এবং ওয়েব সিরিজের উদ্দেশ্যে। আর কিছু গল্প শ্রুতিনাট্য হিসেবে প্রকাশ পেয়েছে বা পাচ্ছ্ব।

চলচিত্র সম্পাদক

CINEMA, WEB SERIES AND AD FILM EDITING

মহান চলচিত্র পরিচালক এবং লেখক সত্যজিৎ রায় বাবুর কর্ম প্রক্রিয়া নিয়ে ওনার স্ত্রীর লেখা একটি বই পড়ে বেশ কিছু ধারনা তৈরি হয়। তারমধ্যে একটি হল কোন গল্পকে চিত্রনাট্যর রূপ দিতে গেলে এবং সাথে আধুনিকতা বজায় রাখতে গেলে, সর্বপরি ছবির বাজেটকে আটোসাটো করতে হলে সম্পাদনার অপর খুব ভালো দখল থাকা প্রয়োজন। এতে শুটিং এও সময় কম লাগে আর সঠিকতার সাথে পরিপূর্ণতাও পাওয়া যায়। এই ধারনা স্পষ্ট হওয়ার সাথে সাথেই আমি চলচিত্র সম্পাদনাতে নিজেকে নিমজ্জিত করি। শিখতে শুরু করি সাথে সাথে প্রয়োগ করতে শুরু করি। শুরুতে ছোট ছোট ভাবে তারপর নানান তথ্যচিত্রে এবং এর পরে ন্যাশনাল জিওগ্রাফির একটি আন্তর্জাতিক তথ্যচিত্রে ২০০৪ সা। তবে জীবনের প্রথম দুটি পূর্ণ চলচিত্রের সম্পাদনা করার পর মুক্তির আশায় বেশ কিছু সময় কেতে যাওয়ায় খানিকটা আশাভঙ্গ হয়ে রাস্তাটা একটু পরিবর্তন করি। কিন্তু সম্পাদনা সুদৃঢ় করতে নিজের বিচক্ষণতাকেও সজাগ রাখি। ২০১৫ সাল থেকে সম্পাদনার কাজ পুনরায় শুরু করি।

LOREM IPSUM DOLOR

বিজ্ঞাপন সৃজক

AD Film Making

একটি ছোট্ট প্রয়োগ দীর্ঘদিন একটি স্মৃতিকে জীবন্ত রাখতে সক্ষম থাকে। বিজ্ঞাপনের ক্ষেত্রে এই প্রয়োগ ভীষণ অপরিহার্য। আমার টিম এবং আমি সর্বদা এই প্রয়োগের খোজে যুক্ত থেকে ভিন্ন আধুনিক উপাদানকে নাড়াচাড়া করি যাতে উদ্দেশ্যগুলো বেশ চটকদার এবং আবেগপূর্ণ হয় এবং সময়কে জীবন্ত রেখে যায় এই বিজ্ঞাপনের মাধ্যমে।

LOREM IPSUM DOLOR

গৃহসজ্জা সৃজক

ঘরে থাকুক প্রকৃতি আর প্রকৃতিতে ঘর যার অন্তরে থাকুক স্বাধীন দেওয়াল
আর অন্দরে হোক উন্মুক্ত খেয়ালের ভর